Thursday, October 27

কানাইঘাটে আমরি জলমহালে ১৪৪ ধারা জারি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির আমরি নদী জলমহালের লীজ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জলমহাল এলাকায় আগামী সোমবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। আমরি নদী জলমহালটি ১৪২৩-১৪২৫ বাংলা সন পর্যন্ত কুওরঘড়ি রাজারমাটি মৎসজীবি সমবায় সমিতিকে সরকারী ভাবে লীজ দেওয়া হয়। লীজ নিয়ে উক্ত সমিতির সদস্যরা জলমহালে লক্ষাধিক টাকার মাছের পোনা অবমুক্ত করে। পূর্বে উক্ত সমিতি জলমহালটির লীজ নিয়ে ভোগ দখল করেছিল। সম্প্রতি সমিতির সদস্যরা জলমহাল থেকে মাছ ধরার প্রস্তুতি নিলে দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফারুক আহমদ গংরা জলমহালের লীজের একাংশ জায়গা দেশবাসীর দাবী করে মাস শিকারে বাঁধা প্রদান করলে এলাকায় দু’টি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও কানাইঘাট থানায় মৎস্যজীবি সমিতির সভাপতি মিছির আলী ও ফারুক গংরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এ নিয়ে জলমহাল এলাকায় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দেশীয় অস্ত্রের মহড়ায় আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। গত মঙ্গলবার উত্তেজনা নিরসনে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির দু’পক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেন। সেখানে সিন্ধান্ত হয় জলমহালটি সরকারী সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে বিষয়টির সমাধান করা হবে। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন তিনি। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া আমরি নদী জলমহাল নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য আগামী সোমবার সার্ভেয়ার দ্বারা পুণরায় মাপযোগ করা হবে বলে উভয় পক্ষকে নিয়ে সিন্ধান্ত নেন। কিন্তু এক পক্ষ জলমহাল থেকে মৎস্যজীবি সমিতি রাতের আধারে মাছ শিকার করছে এমন অভিযোগ ফারুক গংরা আনলে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাট জলমহাল থেকে আগামী সোমবার পর্যন্ত মাছ স্বীকার বন্ধ ও ৩ জনের অধিক লোক জলমহাল এলাকায় প্রবেশ নিষেধ জারি করে আগামী সোমবার পর্যন্ত সেখানে ১৪৪ ধারা থানা পুলিশের মাধ্যমে জারি করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন আমরি নদী জলমহাল নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সেখানে ১৪৪ ধারা আগামী সোমবার পর্যন্ত জারি করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়