Friday, October 7

ইমরুলের শতকে ২০০ পেরিয়ে বাংলাদেশ

ইমরুলের শতকে ২০০ পেরিয়ে বাংলাদেশ

কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করলেন ইমরুল কায়েস। ১০৬ বলে ১১টি চার ও ২টি ছয়ে সাজান তার ইনিংসটি। তার সাথে এখন ব্যাট করছেন সাকিব আল হাসান।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরেছেন তামিম ইকবাল।

১০ ওভারের মাথায় দলীয় ৪৬ রানে তামিম ইকবাল জেক বলের বলে আউট হয়ে যান। তামিমের ক্যাচটি নেন জেমস ভিন্স। এরপর ১৪ ওভার শেষে সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। দলীয় ৮২ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। আবারো জেক বলের বলে সাব্বিরের ক্যাচটি নেন ডেভিড ওয়ালে।

দলীয় ১৩২ রানে আদিল রশীদের বলে ক্যাচ আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ঠিক চার ওভার পরে বাংলাদেশের চতুর্থ উইকেটটি নেন আদিল রশীদ। ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। দুটি ক্যাচই নেন স্যাম বিলিংস।    

এর আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩০৯ রান করে ইংলিশরা।

স্কোর: বাংলাদেশ ৩৭ ওভারে ২২৬/৪, ইমরুল কায়েস ১০৫ রানে এবং সাকিব ৩৯ রানে এখনো ব্যাট করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়