Sunday, October 16

'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ বিশেষ চরিত্রে আলিয়া

'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ বিশেষ চরিত্রে আলিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: করণ জোহরের নতুন ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' মুক্তি পাবে চলতি মাসের শেষ দিকে। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকেও।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন। ছবির একটি দৃশ্যে তিনি হবেন ডিজে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো করণ জোহরের ছবিতে অভিনয় করলেন আলিয়া। এমনকি বলিউডে তার অভিষেকও এই নির্মাতার হাত ধরে।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, 'ছবিতে আমাকে দেখা যাবে একজন ডিজের ভূমিকায়'। আশা করি, বড় পর্দায় ব্যাপারটা দেখতে ভালোই লাগবে। আর করণের সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতাও দারুণ।

করণ জোহর পরিচালিত আলিয়ার প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' মুক্তি পেয়েছিল ২০১২ সালে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়