Friday, October 28

কানাইঘাটে প্রশাসনের নির্দেশ অমান্য করে যাত্রা গানের নামে চলছে অশ্লীল নৃত্য

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে শীত মৌসুমের শুরুতেই আবারো অপরাধী চক্ররা যাত্রা গানের নামে নর্তকী এনে অর্ধ উলঙ্গ নৃত্য এবং মদ গাঁজার আসর বসিয়ে যুব সমাজের চরিত্র হনন শুরু করেছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন প্রশাসন ও এলাকার ধর্মপ্রাণ মানুষের নির্দেশ অমান্য করে কানাইঘাট সদর ইউপির উমাগড় গ্রামের কয়েকজন যুবক বেশ কয়েকজন নর্তকী এনে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উমাগড় গ্রাম সংলগ্ন ছরিখালের পার্শ্বে যাত্রা গানের আয়োজন করে। পাশাপাশি যাত্রা গান উপলক্ষ্যে গানের আসরের আশপাশে মদ, গাঁজা বেঁচাকেনা, বিভিন্ন ধরনের অবৈধ খেলার আয়োজন করা হয়। নর্তকীরা ভোর রাত পর্যন্ত অর্ধ উলঙ্গ অবস্থায় গানের সাথে দেহের অঙ্গভঙ্গি দেখিয়ে, যাত্রাগানে আগত দর্শকদের মনোরঞ্জন খোরাক যোগায়। স্থানীয় এলাকাবাসী উক্ত যাত্রা গান ও অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলেও যাত্রাগানের আয়োজনকারীরা প্রশাসন ও এলাকাবাসীকে তোয়াক্কা না করে যাত্রাগানের আয়োজন বসায়। গানে আগত দর্শক ও জোয়া মদ গাঁজার ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় আয়োজনকারীরা। স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশের একটি টিম গানের সংবাদ পেয়ে উমাগড় গ্রামে টহল দিয়ে চলে যায়। তাদের অভিযোগ গানের আয়োজনকারীরা এলাকায় প্রকাশ্যে বলাবলি করছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তারা যাত্রাগানের আয়োজন করেছে, ভবিষ্যতেও করবে, কেউ কিছু করতে পারবে না তাদের। প্রতি বছর শীত মৌসুমে অপরাধী চক্র উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের যাত্রা গানের নামে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ নিয়ে বিভিন্ন সময় গানের আয়োজনকারীদের সাথে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী গানের আয়োজনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল হোসেনের সাথে কথা হলে তিনি কানাইঘাট নিউজকে জানান, গানের আয়োজনকারীরা পুলিশের অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমরা তাদের বলে দিয়েছি কোন ধরনের সমাজ বিরোধী কর্মকান্ড সংগঠিত হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উমাগড় গ্রাম সংলগ্ন হাওর এলাকায় যাত্রাগানের আয়োজন করা হবে জানতে পেরে আমরা বৃহস্পতিবার রাতে সেই এলাকায় রাতে পুলিশ পাঠাই। থানা পুলিশ যাত্রাগানের নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করবে। কাউকে প্রশাসনের অনুমতি ছাড়া কোন ধরনের গানের আয়োজন আমরা করতে দেব না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়