Thursday, October 20

পাক-ভারত সীমান্তে ফের গোলাগুলি, নিহত ১

পাক-ভারত সীমান্তে ফের গোলাগুলি, নিহত ১
কানাইঘাট নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে আবারো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে এক গ্রামবাসী নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে।

খবরটি নিশ্চিত করেছে ডন অনলাইন।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় বাহিনী গুলি করার পর তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, কেরালা সেক্টরে বুধবার ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। এতে সীমান্তের পলানি গ্রামের আবদুল রেহমান (১৮) নিহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া অভিযোগ করেছেন, ভারতীয় বাহিনী সীমান্তে অব্যাহতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। এরই অংশ হিসেবে বুধবার তারা বিনা উস্কানিতে গুলি চালায়। পাকিস্তানের সেনাবাহিনীও তাদের উপযুক্ত জবাব দেয়।

এক টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন, ভারতীয় বাহিনীর গুলিতে পলানিতে দুই শিশুসহ চারজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যে, এ বছর এখন পর্যন্ত ভারত সীমান্তে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়