Sunday, September 18

সুরমার ভাঙ্গনে হুমকির মুখে কানাইঘাটের রামপুর গ্রাম


নিজস্ব প্রতিবেদক: সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের নদীর তীরবর্তী মানুষের বাড়ীঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দিন দিন নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় ইতিমধ্যে অসংখ্য বাড়ী ঘর নদীগর্ভে বিলীন হয়ে অনেকে ভিটা বাড়ী হারা হয়ে নিঃস্ব হয়ে গেছেন। পৌরসভার ভিতরে অবস্থিত রামপুর গ্রামের অধিকাংশ বাড়ীঘর সুরমা নদীর তীরে অবস্থিত। প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করে বাড়ী ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সম্প্রতি নদী ভাঙ্গন আরো তীব্র আকার ধারন করায় শতাধিক বসত বাড়ীতে ফাটল দেখা দিয়েছে। অনেকের বাড়ীর অংশ প্রতিদিন সুরমার রাক্ষসী ভাঙ্গনে বিলীন হচ্ছে। ভিটাবাড়ী হারা গ্রামের লোকজন বার বার সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আকুতি মিনতি করার পরও অদ্যবধি পর্যন্ত নদী ভাঙ্গন রোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে গ্রামের লোকজন জানিয়েছেন। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রামপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জাহান কানাইঘাট নিউজকে জানান, গ্রামের মানুষের বাড়ীঘর নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও তারা একটি বারও সরেজমিনে এসে গ্রামের সুরমা তীরের মানুষের হাহাকারের অবস্থা দেখেনি। গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা নজরুল ইসলাম বলেন, আমাদের দুঃখের শেষ নেই। দিন দিন আমাদের বাড়ীঘর নদীগর্ভে বিলীন হচ্ছে, অথচ এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। সম্প্রতি রামপুর গ্রামের নদী ভাঙ্গন সরেজমিনে পরিদর্শন করে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে গ্রামবাসীকে আশস্থ করেন। গ্রামের ভিটবাড়ী হারা লোকজন কান্না জড়িত কন্ঠে বলেন, রামপুর গ্রামকে নদীভাঙ্গন থেকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়