Friday, September 16

জরিপে হিলারি-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

জরিপে হিলারি-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন। আর নির্বাচনী দিনের মাত্র ৮ সপ্তাহেরও কম সময় বাকি।

জনসমর্থনের দিক দিয়ে দু’জনেরই ব্যবধান অনেক কমে এসেছে। এমনটিই দেখা গেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এবং সিবিএস নিউজ পরিচালিত নতুন জনমত জরিপে।

হিলারির পক্ষে আছে ৪৬ শতাংশ জনসমর্থন। অন্যদিকে ট্রাম্পের জনসমর্থন হচ্ছে, ৪৪ শতাংশ।

হিলারি এবং ট্রাম্পের সমর্থকদের একটি বড় অংশই বলেছে তারা মনস্থির করে ফেলেছে। হিলারির ভোটারদের ৯৪ শতাংশ এবং ট্রাম্পের ভোটারদের ৯২ শতাংশই বলেছে, তারা তাদের প্রার্থীকেই সমর্থন দিয়ে যাবে।

বাকী ভোটাররা কেবল একজনকে হটাতে অপরজনকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করার কথা জানিয়েছে।

অন্যদিকে, সামগ্রিকভাবে সম্ভাব্য ভোটারদের ৪৩ শতাংশ ৮ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্পের সমর্থকদের ৫১ শতাংশই তাকে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে। আর হিলারিকে ভোট দেওার আগ্রহ প্রকাশ করেছে ৪৩ শতাংশ সমর্থক।

সম্প্রতি কয়েক সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা আরও অনেক কঠিন হয়ে উঠেছে। গড়পড়তা জাতীয় জরিপের ফলে দেখা গেছে, হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান অগাস্টের শুরুর সময়কার ৮ পয়েন্ট থেকে কমে আজকের দিনগুলোতে ২ পয়েন্টে নেমে এসেছে।

হিলারি সম্প্রতি নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্পের সমর্থকদের নিয়ে কটাক্ষ করায় এবং নিজের নিউমোনিয়ায় ভোগার তথ্য গোপন করার কারণে সমালোচনার শিকার হয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জরিপটি পরিচালনা করেছে। জরিপে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের বেশিরভাগই বিতর্কিত ওই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।

ট্রাম্প অগাস্টের মাঝামাঝি সময়ে প্রচারশিবিরের নতুন প্রধান নিয়োগ দেওয়ায় এবং কথাবার্তা বলায় আরও সাবধানতার পরিচয় দেওয়ায় তার প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছে।

হিলারির জনপ্রিয়তা বেশি নারী এবং অ-শ্বেতাঙ্গ ও তরুণ ভোটারদের মধ্যে। অন্যদিকে, ট্রাম্প শ্বেতাঙ্গদের মধ্যে বেশি জনপ্রিয়। আর শ্বেতাঙ্গ নারীদের মধ্যে দুই প্রার্থীর সমর্থন অনেকটাই কাছাকাছি। হিলারির সমর্থন ৪৬ শতাংশ আর ট্রাম্পের সমর্থন ৪৫ শতাংশ।

এছাড়া, কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে সমর্থনের দিক থেকে শক্তিশালী অবস্থানে আছেন হিলারি। কলেজ ডিগ্রি পাওয়া সম্ভাব্য শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের দিক দিয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়