Saturday, September 3

মীর কাসেমের ফাঁসি নিয়ে যা বললেন মেয়েরা

মীর কাসেমের ফাঁসি নিয়ে যা বললেন মেয়েরা

কানাইঘাট নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের সময় খুন-ধর্ষণ ও গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলীর সন্তানদের মধ্যে নেই কোনো অপরাধবোধ কিংবা অনুশোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে মীর কাসেমের দুই মেয়ে তাহেরা ও সুমাইয়া এমনই মনোভাবই দেখিয়েছেন।

সুমাইয়া রাবেয়া এই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসিকে শাহাদতের মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘আব্বুকে দেখতে যাচ্ছি শেষবারের মতো। কাল আব্বু থাকবে না এ নিয়ে আমরা দুঃখিত নই। শাহাদাতের মর্যাদা কজনের ভাগ্যে জোটে? এ মৃত্যুর জন্যই তো সারা জীবন সংগ্রাম করেছেন। আল্লাহ আমার আব্বুকে কবুল করে নিন’’।

অন্যদিকে আরেক মেয়ে তাহেরা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘এ দেশ ও জাতিকে তার চলে যাওয়াতে অর্থনীতি ও দেশসেবায় যে অপূরণীয় ক্ষতি হবে, তা কাটিয়ে ওঠার তৌফিক দিন। আমিন। এমকিউ আলী পরিবার’’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়