Monday, September 26

মিলন কান্তি দাস এর তিনটি কবিতা

 ইতিহাসের কর্ণধার
 মিথ্যা দিয়ে হয় যার, একটি দিনের সূচনা। 
 সে ও নাকি স্বপ্ন দেখে, করিতে ইতিহাসের রচনা।
 ধংস দিয়ে হয় যার, একটি দিনের সূচনা।
 সে ও নাকি স্বপ্ন দেখে, করিবে সে ইতিহাসের রচনা।
 আসলেই যদি ইতিহাস, এমন সহজলভ্য কিছু হতো। 
তবে এ বিশ্বজুড়ে শতকোটি মানবের মাঝে, ইতিহাসের রচয়িতা হতো ততো।
 ইতিহাস কেবল তাকেই খোজে, যে সৃষ্টি করিতে পারে ইতিহাস। 
দেশ ও জাতীর কল্যাণে যে, ত্যাগিছে তার জীবনের সকল আশ।

 কবিতার ছাত্র আমি
 কবিতা, সে তো আমার জীবনের ভালোলাগার একটি অংশ মাত্র, 
কবিতা লিখার কবি হিসাবে আজও আমি ছাত্র।
কবিতা লিখে খুজি আনন্দ, হয়তো তাতে থাকেনা সুমধুর ছন্দ।
 তবুও লিখি আমি কবিতা, কবিতায় প্রকাশি মম জীবনের কথা।
 কবিদের কবিতায় যেমন থাকে, জীবনের ভালোলাগা ভালোবাসার ছবি, 
সেই ধারাতে হয়তো নেই আমি, তবুও আমি একবিংশ শতাব্দীর নগণ্য এক কবি। 
 কলিযুগ! 
 চারিদিকে দেখে চলি দুর্ভোগ, 
এভাবেই তো চলছে এ কলিযুগ। 
অবাক বিস্ময়ে শুধু দেখি,
 আর ভাবি হচ্ছেটা এসব কি!!
 শত শত অন্যায় আর অসত্যের ভীড়ে, 
খুজে চলেছি শান্তিনগরের নীড়ে।
 প্রতিদিনে যত পথ চলি,
 বিবেকের সাথে কথা বলি। 
খুজে পাই,আবার কখনো পাইনা,
 তবুও বিবেকের বিরুদ্ধে যাইনা। 
তবুও এ বিবেকের রথে,
 ছুটে চলেছি ঠিকানাহীন পথে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়