কানাইঘাট নিউজ ডেস্ক: যে
পণ্য দিয়ে বাজার মাত করার স্বপ্ন দেখেছিলো স্যামসাং, সেই পণ্য নিয়ে তাদের
এবার পস্তাতেই হচ্ছে। বলা হচ্ছে স্যামসাংয়ের নতুন পণ্য নোট সেভেনের কথা। ১
সেপ্টেম্বর থেকে পণ্যটি বিক্রি শুরু করে স্যামসাং।
কিন্তু ১০ লাখ ইউনিট বিক্রির পর জানা যায়, ফোনটির ব্যাটারিতে বেশ সমস্যা আছে। ৩৫টি ফোনের বিস্ফোরণও ঘটে।
এই পরিস্থিতিতে বিশ্বের বড় বড় কয়েকটি বিমান পরিবহন সংস্থা তাদের বাহনে নোট সেভেন ব্যবহার ও চার্জে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি সংস্থা তাদের বিমানে নোট সেভেন পুরোপুরি নিষিদ্ধ করার কথাও চিন্তা করছে।
স্যামসাং প্রথম দফায় মোট ২৫ লাখ ইউনিট গ্যালাক্সি সেভেন তৈরি করেছিলো। সেখান থেকে বিক্রি করা হয় ১০ লাখ ইউনিট। পরে স্যামসাং লিথিয়াম আয়ন ব্যাটারির এই ফোনটি বাজার থেকে প্রত্যাহার করে নেয়। যারা ফোনটি কিনেছিলো, তাদেরকে নতুন ফোন দেয়ার ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।
নোট সেভেন আদৌ আর বাজারে ছাড়া যাবে কিনা, সেটা নিয়েই এখন দেখা দিলো নতুন জটিলতা। ব্যাটারির সেল ঠিক করে আবার বাজারে ছাড়া হলেও, গত কয়েকদিনে যে ‘বদনাম’ হলো সেটা স্যামসাং কিভাবে কাটিয়ে উঠবে, সেটাই এখন বড় প্রশ্ন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগেজের ভিতরে করেও নোট সেভেন বহনে সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে। সব মিলিয়ে যে পণ্য দিয়ে বাজার মাত করার চিন্তা করছিলো স্যামসাং, সেই পণ্যই এখন তাদের ডোবাচ্ছে।
কিন্তু ১০ লাখ ইউনিট বিক্রির পর জানা যায়, ফোনটির ব্যাটারিতে বেশ সমস্যা আছে। ৩৫টি ফোনের বিস্ফোরণও ঘটে।
এই পরিস্থিতিতে বিশ্বের বড় বড় কয়েকটি বিমান পরিবহন সংস্থা তাদের বাহনে নোট সেভেন ব্যবহার ও চার্জে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি সংস্থা তাদের বিমানে নোট সেভেন পুরোপুরি নিষিদ্ধ করার কথাও চিন্তা করছে।
স্যামসাং প্রথম দফায় মোট ২৫ লাখ ইউনিট গ্যালাক্সি সেভেন তৈরি করেছিলো। সেখান থেকে বিক্রি করা হয় ১০ লাখ ইউনিট। পরে স্যামসাং লিথিয়াম আয়ন ব্যাটারির এই ফোনটি বাজার থেকে প্রত্যাহার করে নেয়। যারা ফোনটি কিনেছিলো, তাদেরকে নতুন ফোন দেয়ার ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।
নোট সেভেন আদৌ আর বাজারে ছাড়া যাবে কিনা, সেটা নিয়েই এখন দেখা দিলো নতুন জটিলতা। ব্যাটারির সেল ঠিক করে আবার বাজারে ছাড়া হলেও, গত কয়েকদিনে যে ‘বদনাম’ হলো সেটা স্যামসাং কিভাবে কাটিয়ে উঠবে, সেটাই এখন বড় প্রশ্ন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগেজের ভিতরে করেও নোট সেভেন বহনে সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে। সব মিলিয়ে যে পণ্য দিয়ে বাজার মাত করার চিন্তা করছিলো স্যামসাং, সেই পণ্যই এখন তাদের ডোবাচ্ছে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়