Wednesday, September 7

সাফায়াত সাকিবে’র পরিচালনায় নোয়াখাইল্ল্যাবীর


কাহহার সামি: এবার ঈদে আসছে তরুন নির্মাতা সাফায়াত সাকিবের পরিচালানায় আঞ্চলিক গানের মিউজিক ভিডিও “নোয়াখাইল্ল্যাবীর’’। রেড বক্স বিডি’র ব্যানারে গানটিতে কন্ঠ দিয়েছেন আলমগীর রানা। সংঙ্গীত আয়োজনে ছিলেন রফিক ও শাকিল।  কথা ও সুর সংগ্রহীত। নোয়াখালির বিভিন্ন লোকেশনে গানটির সুটিং সম্পুর্ণ হয়।
গানটির সম্পাদনার কাজ চলছে। ঈদের আগেই গানটি রেড বক্স বিডি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন দর্শকরা।

পরিচালক সাফায়াত সাকিব বলেন- “নোয়াখাইল্ল্যাবীর’’ ভিডিওটি নিয়ে আমি অনেক বেশী আশাবাদি। আশা করি গানটি দর্শকদের অনেক অনেক ভালো লাগবে।

গানটির চিত্রগহনে ছিলেন হামিদ রনি এবং আর্ট ডিরেক্টর ছিলেন ওয়াসিম ইমদাদ। গানটি সম্পাদনা করছেন সাফায়াত সাকিব। “নোয়াখাইল্ল্যাবীর’’ ভিডিওটির মিডিয়া পার্টনার “নোয়াখালীটিভি”।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়