কানাইঘাট নিউজ ডেস্ক:
দেশে লেনদেনের ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়লেও এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে গ্রাহকরা শঙ্কিত বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার।
আজ শনিবার সিটিও ফোরামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। লেনদেন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে সোমবার অনুষ্ঠেয় সিটিও ফোরাম বাংলাদেশ, বিআইবিএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট) এবং ভিসার সহযোগিতায় ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার সামনে রেখে সংবাদ সম্মেলনটি করা হয়।
তথ্যপ্রযুক্তি পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তপন কান্তি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, দেশের মানুষ ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেকগুলো প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন হচ্ছে। কিন্তু নিরাপত্তার ব্যাপারে কতটুকু কাজ করছে ব্যাংকগুলো সে ব্যাপারে প্রশ্ন থাকছে।
সিটিও সভাপতি বলেন, ই-কমার্সের প্রসারের ফলে অনলাইনেও টাকা লেনদেনের হার দিন দিন বাড়ছে। কিন্তু নিরাপত্তাব্যবস্থা ততটা সন্তোষজনক নয়। তাই পিসিআই-ডিএসএস ও ইএমভির মতো প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে আলোচনার জন্য ওই সেমিনারের আয়োজন করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তি প্রধান ও কার্ড ডিভিশনের প্রধানরাসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইবিএমের ডিরেক্টর (রিসার্চ, ডেভেলপমেন্ট ও কনসালটেন্সি) অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম, সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য মো. মহিউদ্দিন দেওয়ান।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়