Tuesday, September 20

কানাইঘাটে শিক্ষার্থীকে বেত্রাঘাত ! ক্ষমা চাইলেন এক শিক্ষক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থী তাহের আহমদ (১১) কে ক্ষুদ্ধ হয়ে বেত্রাঘাত করে রক্তাক্ত ফুলা ছেঁছা জখমের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত স্কুলের সহকারী শিক্ষক কবির আহমদ এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে রেহাই পেয়েছেন। নির্যাতিত স্কুল শিক্ষার্থীর পিতা বিষ্ণুপুর গ্রামের মাওঃ বশির আহমদ সহ তার স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক কবির আহমদ প্রতিবন্ধী শিক্ষার্থী আবু তাহেরকে ডেকে এনে উপর্যুপরি বেত্রাঘাত করে জখম করে। আহত শিক্ষার্থী আবু তাহের এ ঘটনা বাড়ীতে গিয়ে তার পিতা সহ আত্মীয় স্বজনকে অবহিত করলে তারা আহত আবু তাহেরকে নিয়ে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক কর্তৃক নির্যাতনের বিষয়টি অবহিত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং স্কুল ম্যানেজিং কমিটি সাথে কথা বলে ছাত্র নির্যাতনকারী সহকারী শিক্ষক কবির আহমদ আজ বিকেল ২টার সময় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হলে নির্যাতিত ছাত্র আবু তাহের তার আত্মীয় স্বজন এবং শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষক কবির আহমদকে ছাত্র নির্যাতনের দায়ে ভৎষনা করেন উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। শিক্ষক কবির আহমদ প্রতিবন্ধী আবু তাহেরকে রাগের বশবতী হয়ে নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহনের নির্দেশ দেওয়া হয় শিক্ষক কবির আহমদকে। শিক্ষক কবির আহমদের অভিযোগ তার স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু তাহের ও তার আত্মীয় ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী মাসুক আহমদ তার প্রথম শ্রেণির বাক প্রতিবন্ধী শিশু পুত্র কামরুজ্জামান সিজানকে গত সোমবার স্কুল থেকে বাড়ী ফেরার পথে মারধর করে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থী আবু তাহেরকে দু’একটি বেত্রাঘাত করেছেন বলে স্বীকারও করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়