কানাইঘাট নিউজ ডেস্ক: এখনও
অনেকটা অনিশ্চিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার পরিবর্তে জাতীয়
ক্রিকেট লিগ (এনসিএল) আরম্ভ হওয়ার সম্ভবনা অনেকটাই বেশি। কিন্তু, বিসিএল
টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর জানা গেলো নির্বাচকরা যে ১০৭ জন ক্রিকেটারের
তালিকা বিসিবিকে দিয়েছিলেন তাতে নাম ছিলো না সদ্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা
ওঠা মোহাম্মদ আশরাফুলের।
ঘটনা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেরা খেলোয়াড়রা বিসিএলে খেলার সুযোগ পান। আর আশরাফুল এনসিএল খেলেনি।’ এছাড়া তার ফিটনেস এবং ফর্মও যাচাই করে দেখা হয়নি এখনো। সেই জন্যই তার নাম বিসিএলের তালিকায় ছিলো না।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “এখন আর বিসিএল আয়োজন করে লাভ নেই। তাই আগামী মাসের শেষ দিকে জাতীয় লিগ (এনসিএল) আয়োজনের কথা ভাবছি আমরা।’ এছাড়াও আশরাফুলের ঐ আসর খেলার ওপর আইসিসির কোনো নিষেধাজ্ঞা নেই। জাতীয় লিগে ভালো করা ছাড়া বিসিএলে অংশ নেয়া যাবে না, এমন কোনো নির্দিষ্ট প্রক্রিয়াও নেই। তাই এনসিএলে খেলতে আশরাফুলের কোনো বাধা নেই বলে জানান তিনি।
এখন নির্বাচক বা ফ্র্যাঞ্চাইজির চাওয়া না চাওয়ার মতো ব্যাপার আর লাগবে না তার। কারো সুপারিশেরও দরকার হবে না আশরাফুলের।
ঘটনা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেরা খেলোয়াড়রা বিসিএলে খেলার সুযোগ পান। আর আশরাফুল এনসিএল খেলেনি।’ এছাড়া তার ফিটনেস এবং ফর্মও যাচাই করে দেখা হয়নি এখনো। সেই জন্যই তার নাম বিসিএলের তালিকায় ছিলো না।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “এখন আর বিসিএল আয়োজন করে লাভ নেই। তাই আগামী মাসের শেষ দিকে জাতীয় লিগ (এনসিএল) আয়োজনের কথা ভাবছি আমরা।’ এছাড়াও আশরাফুলের ঐ আসর খেলার ওপর আইসিসির কোনো নিষেধাজ্ঞা নেই। জাতীয় লিগে ভালো করা ছাড়া বিসিএলে অংশ নেয়া যাবে না, এমন কোনো নির্দিষ্ট প্রক্রিয়াও নেই। তাই এনসিএলে খেলতে আশরাফুলের কোনো বাধা নেই বলে জানান তিনি।
এখন নির্বাচক বা ফ্র্যাঞ্চাইজির চাওয়া না চাওয়ার মতো ব্যাপার আর লাগবে না তার। কারো সুপারিশেরও দরকার হবে না আশরাফুলের।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়