Saturday, September 3

জার্মানির আরো অনেক স্ট্রাইকার দরকার: মুলার

জার্মানির আরো অনেক স্ট্রাইকার দরকার: মুলার

কানাইঘাট নিউজ ডেস্ক: শুধুমাত্র মারিও গোমেজের ওপর নির্ভর করা জার্মানির ঠিক হবেনা উল্লেখ করে থমাস মুলার বলেছেন যে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগের জন্য আরো বেশি স্ট্রাইকার দরকার।

বরাবরের মতই জার্মান আক্রমনভাগকে সমৃদ্ধ করে এসেছেন গার্ড মুলার, জার্জেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লাজার মত কিংবদন্তি গোলদাতারা। তবে এখন সবাই অতীতের খাতায় নাম লিখিয়েছেন। যে কারণে জার্মান জাতীয় দলে স্ট্রাইকারের সংকট দেখা দিয়েছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখের আক্রমনভাগের ফুটবলার মুলার।

২০১৬ ইউরোতে জার্মান দলে একমাত্র পরীক্ষিত খেলোয়াড় হিসেবে গোমেজের নামটি উল্লেখ করে তিনি বলেন, ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে বাইরে রেখেই লড়তে হবে জার্মানিকে। এমতাবস্থায় দলটির মধ্যে প্রতিষ্ঠিত স্ট্রাইকারের ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করেন তিনি।

বার্তা সংস্থা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে মুলার বলেন, 'এটি নিশ্চিত যে সেন্ট্রাল পজিশনে আমাদের অপশনের ঘাটতি আছে। কেউ কেউ মনে করেন এটি জার্মানির একটি মৌলিক সমস্যা। কারণ সেখানে পর্যাপ্ত পছন্দের ব্যবস্থা নেই। মারিও গোমেজ তার কাজটি বেশ ভালভাবেই করে যাচ্ছেন। তবে তার বিকল্প হিসেবে যদি আরো কেউ থাকতো তাহলে সেটি দারুন ব্যাপার হতো। এখন শুধু গোমেজই রয়েছেন।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়