Monday, September 12

ভারতের গোয়ায় ঈদ করছেন ফারিয়া

ভারতের গোয়ায় ঈদ করছেন ফারিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের গোয়ার উদ্দেশে আজ রোববার সকালের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন নুসরাত ফারিয়া। যাওয়ার আগে বলেছেন, এবারের ঈদ হবে সেখানে করবেন।

ফারিয়ার ভারত সফর মানেই শুটিং-ডাবিং! কিন্তু এবার আর তেমন কোনো কিছু নয়। সেখানে লাইট-ক্যামেরা-অ্যাকশন ছাড়াই পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাবেন ব্যস্ত এই নায়িকা।

ফরিয়া বলেন, ‘আসলে টানা শুটিং করে পরিবারকে সময় দিতে পারিনি শেষ দুই বছর। ছুটি মিলছে না কিছুতেই। এরমধ্যে শুটিং করতে গিয়ে অসুস্থও হয়েছি। সব মিলিয়ে এবারের ঈদের ছুটিটা পরিবারের সদস্যদের নিয়ে একান্তে কাটাতে চাই। যেখানে শুটিং-মিডিয়ার চোখ থাকবে না। আশা করছি দারুণ সময় কাটাবো গোয়ায়।’

ফারিয়া ঈদের ছুটি কাটিয়ে গোয়া থেকে ঢাকায় ফিরছেন ১৫ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকায় ঢুকে ব্যস্ত হয়ে পড়বেন ‘প্রেমী ও প্রেমী’র টানা শুটিংয়ে।

যৌথ প্রযোজনার এ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। আর এতে ফারিয়ার নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়