কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্যক্তিগত সম্পদের সমষ্টিগত হিসাবে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির
জনগণের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৮ হাজার ৯০০ বিলিয়ন (১ বিলিয়নে ১০০
কোটি) ডলার।
চলতি ২০১৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন দেশের জনগণের ব্যক্তিগত সম্পদের হিসাব করে তালিকাটি তৈরি করা হয়েছে। ব্যক্তিগত সম্পদের সমষ্টিগত হিসাবের তালিকায় শীর্ষ দশের মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হলো ভারত।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি বৈশ্বিক আর্থিক অনুসন্ধান ও বাজার গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি 'দ্য টেন ওলেদিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড' বা 'ডব্লিউ টেন' নামের এই তালিকা প্রকাশ করেছে।
এশিয়া থেকে আর মাত্র দুটি দেশ রয়েছে তালিকায়। এর মধ্যে ১৭ হাজার ৪০০ বিলিয়ন ডলার নিয়ে চীন দ্বিতীয় ও ১৫ হাজার ১০০ বিলিয়ন ডলার নিয়ে জাপান তৃতীয় অবস্থানে। তবে আশ্চর্যজনক হলো, মাত্র সোয়া দুই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়া পেয়েছে নবম স্থান (৪ হাজার ৫০০ বিলিয়ন ডলার)।
বিশ্বে মোট ব্যক্তিগত সম্পদে শীর্ষ ১০
অবস্থান দেশ সম্পদ
১. যুক্তরাষ্ট্র ৪৮,৯০০
২. চীন ১৭,৪০০
৩. জাপান ১৫,১০০
৪. যুক্তরাজ্য ৯,২০০
৫. জার্মানি ৯,১০০
৬. ফ্রান্স ৬,৬০০
৭. ভারত ৫,৬০০
৮. কানাডা ৪,৭০০
৯. অস্ট্রেলিয়া ৪,৫০০
১০. ইতালি ৪,৪০০
(শতকোটি মার্কিন ডলারে)
চলতি ২০১৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন দেশের জনগণের ব্যক্তিগত সম্পদের হিসাব করে তালিকাটি তৈরি করা হয়েছে। ব্যক্তিগত সম্পদের সমষ্টিগত হিসাবের তালিকায় শীর্ষ দশের মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হলো ভারত।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি বৈশ্বিক আর্থিক অনুসন্ধান ও বাজার গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি 'দ্য টেন ওলেদিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড' বা 'ডব্লিউ টেন' নামের এই তালিকা প্রকাশ করেছে।
এশিয়া থেকে আর মাত্র দুটি দেশ রয়েছে তালিকায়। এর মধ্যে ১৭ হাজার ৪০০ বিলিয়ন ডলার নিয়ে চীন দ্বিতীয় ও ১৫ হাজার ১০০ বিলিয়ন ডলার নিয়ে জাপান তৃতীয় অবস্থানে। তবে আশ্চর্যজনক হলো, মাত্র সোয়া দুই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়া পেয়েছে নবম স্থান (৪ হাজার ৫০০ বিলিয়ন ডলার)।
বিশ্বে মোট ব্যক্তিগত সম্পদে শীর্ষ ১০
অবস্থান দেশ সম্পদ
১. যুক্তরাষ্ট্র ৪৮,৯০০
২. চীন ১৭,৪০০
৩. জাপান ১৫,১০০
৪. যুক্তরাজ্য ৯,২০০
৫. জার্মানি ৯,১০০
৬. ফ্রান্স ৬,৬০০
৭. ভারত ৫,৬০০
৮. কানাডা ৪,৭০০
৯. অস্ট্রেলিয়া ৪,৫০০
১০. ইতালি ৪,৪০০
(শতকোটি মার্কিন ডলারে)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়