মাও: হারুনুর রশিদ: কানাইঘাট বাজার মসজিদে জুমআর নামায পূর্ববর্তী বয়ানে বিশাল মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান রাখতে গিয়ে কানাইঘাট মাদরাসার মহাপরিচালক, শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী বলেছেন, তাকওয়া অর্জনের জন্য আমাদের কে সচেষ্ট হতে হবে তাহলেই আল্লাহর নৈকট্য লাভ ও দিদার অর্জন সম্ভব হবে, আল্লামা লক্ষিপুরী বলেন, যারা পরকালীন মুক্তি কে আসল মনে করবে তারাই সফলকাম।
আর যারা আখেরাতের সফলতা না চেয়ে দুনিয়ার সফলতা চাইবে তাদের কে আল্লাহ সমুহ সফলতা দিয়ে ভরপুর করে দিবেন কিন্তু জেনে রাখবে পরকালে তারা একেবারে নাকাম আর বিফল হবে। শুধু হায় হায় করবে কিন্তু কোন কিছু কাজে আসবেনা।
হযরত শায়খে লক্ষিপুরী বলেন, তিন ধরনের মানুষকে হাশরের মাঠে হাজির করা হবে।
১। ধনী ব্যক্তি ২। মুজাহিদ ব্যক্তি ৩। আলেম ব্যক্তি।
তখন প্রত্যেককে নিজ নিজ ধন, শক্তি ও ইলিম কে কিভাবে ব্যয় করেছেন জবাব দানের জন্য বলা হবে তারা বলবে, ধন খরছ করেছি দ্বীনি কাজে, শক্তি ব্যয় করেছি জিহাদে, আর ইলিম ব্যয় করেছি মাদরাসায় পড়িয়েছি এবং তালাবাগণকে ইলিম প্রদান করেছি তখন ওদের কাজ্জাব বলা হবে এবং বলা হবে এসব তোমরা করেছিলে নামী দামী হওয়ার জন্য জনগনের প্রসংসা কুড়ানোর জন্য এসব দুনিয়ার মধ্যে হয়ে গেছে এখন তোমাদের ঠিকানা জাহান্নাম।
হযরত শায়খে লক্ষিপুরী বলেন, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আমাদের সকলকে আখেরাত মুখী হতে হবে তাহলেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়