Thursday, September 22

দাম কমলো জেনফোনের

দাম কমলো জেনফোনের

কানাইঘাট নিউজ ডেস্ক: আসুস জেনফোন ২ সিরিজের তিনটি মডেলের স্মার্টফোন এখন আগের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে। এর মধ্যে ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রমের জেনফোন ২ ডিলাক্সের দাম ২৪,৬০০ টাকা, ৩ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট রমের জেনফোন সেলফির দাম ১৯,৪৫০ টাকা এবং ১ গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট রমের জেনফোন গো পাওয়া যাবে ৬,৫৯০ টাকায়।

যেকোনো মুঠোফোনের দোকান থেকে স্মার্টফোনগুলো কেনার সময় বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়