Saturday, September 3

বিজয়ী মেয়েদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বিজয়ী মেয়েদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: টানা চার জয়ে এক ম্যাচ হাতে রেখে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশের মেয়েরা। এদিকে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠায় বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দনের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে অভিনন্দনবার্তায় বলেন, 'আগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও আমাদের মেয়েরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাদের মনোবল আরও দৃঢ় রাখবে'। দলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি আরও কঠোর অনুশীলনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়