কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরব থেকে হজ পালন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন তার পরদিন বৃহস্পতিবার। এদিন
বিকেলে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
এদিকে হজ শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) মক্কায় বিদায়ী তাওয়াফ করেছেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান ও গৃহকর্মী ফাতেমা বেগম ছিলেন।
সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান বিএনপি নেত্রী। রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
এদিকে হজ শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) মক্কায় বিদায়ী তাওয়াফ করেছেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান ও গৃহকর্মী ফাতেমা বেগম ছিলেন।
সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান বিএনপি নেত্রী। রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়