Monday, September 12

মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও মিশেলের ঈদ শুভেচ্ছা

মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও মিশেলের ঈদ শুভেচ্ছা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা।

এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে বারাক ওবামা ও তার স্ত্রী জানান, 'উৎসবের পাশাপাশি ঈদুল আযহা এমন এক দাতব্য সংস্কার, যখন মুসলিমরা তাদের নিজেদের সেবামূলক কর্তব্য পালন করেন ইব্রাহিম (আঃ) এর নিজের ছেলেকে কোরবানি দেয়ার ইচ্ছার মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করেন, তার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেছেন, 'ঈদুল আজহা হলো একটি বিশেষ মুহূর্ত যা সকল বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং দাতব্য সেবার মূল্যবোধ সৃষ্টি করে। এই সকল মূল্যবোধ চর্চা আর এর প্রতিফলনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়