Monday, September 12

চমকে দিতে আসছে জার্মানির ‘উল্টোডাঙা’ রেস্তরাঁ

চমকে দিতে আসছে জার্মানির ‘উল্টোডাঙা’ রেস্তরাঁ
কানাইঘাট নিউজ ডেস্ক: উল্টে দেখুন পাল্টে গেছে! কী ভাবে? জানতে গেলে ঢুঁ মারতেই হবে এই রেস্তোরাঁর অন্দরে। নাহ! এ আবোল তাবোলের দেশ নয়। দিব্যি রয়েছে পৃথিবীর মধ্যেই। কিন্তু তবু মাধ্যাকর্ষঁণ শক্তিকে ‘অগ্রাহ্য করে’ কেমন করে সিলিং বেয়ে হাঁটবেন আপনি? কেমন করে উল্টো সোফায় বসে, উল্টো কাপে কফি খাবেন? সব কেমন যেনো উল্টাপাল্টা।

জার্মানির ওয়েরথেম-এ তৈরি হয়েছে এই অভিনব রেস্তোরাঁ। যদিও এখনও সাধারণের জন্য খোলা হয়নি এই রেস্টুরেন্টের দরজা। তাতে কী, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ‘টপেলস হাউস’।

যখন এই রেস্তোরাঁ তৈরির কাজ চলছিল তখনই এর বেশকিছু অভিনব ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। রান্নাঘর থেকে বাথরুম, বারান্দা থেকে খাওয়ার টেবিল- এই রেস্তোরাঁর সব কিছুই এমন উল্টো উল্টো দেখে চমকে যান সাধারণ মানুষ।

কিন্তু কী ভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে ‘বুড়ো আঙ্গুল দেখিয়ে’ এ ভাবে সিলিং থেকে ঝুলে রয়েছেন সবাই।
সত্যি? নাকি দৃষ্টিভ্রম? নাকি সবটাই ক্যামেরার কারসাজি? নাহ! সেটা খোলসা করেননি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রেস্তোরাঁর ওপেনিং সেরিমনি না হওয়া পর্যন্ত ব্যাপারটা গোপনেই রাখতে চান তাঁরা। তবে ওপেনিংয়ের আগে অবধি জোর কদমে ওয়েব দুনিয়ায় প্রচার চালাচ্ছেন মালিকপক্ষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়