কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১লক্ষ ৮০হাজার টাকা মূল্যমানের বোতল অফিসার্স চয়েজ মদ ও ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে- শনিবার দিবাগত রাতে জকিগঞ্জের উজিরপুর এলাকায় কুশিয়ারা নদীতে একটি নৌকা থেকে ৭৯ বোতল মদ এবং কানাইঘাটের সুরইঘাট থেকে ২১হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়