Monday, September 12

সিলেটে ঈদুল আযহার জামাত কখন কোথায়...


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। মঙ্গলবার বাংলাদেশে কোরবানির ঈদ হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এই ঈদে পশু কোরবানি দেন মুসলিমরা। ঈদের প্রধান জামাতে অর্থমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আসজদ আহমদ। প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল­াহ জামে মসজিদ, কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল­া জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল­াহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় সর্বমোট তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন সকালে বৃষ্টি হলে এখানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে সকাল ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়া নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়