Wednesday, September 7

এভাবে কারো সম্মান কেড়ে নেয়া ঠিক নয়: বিএনপি

এভাবে কারো সম্মান কেড়ে নেয়া ঠিক নয়: বিএনপি
কানাইঘাট নিউজ ডেস্ক: সরকারের সিদ্ধান্তের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনার সমালোচনা করে বিএনপি বলছে, 'এর মাধ্যমে ক্ষমতাসীনরা খারাপ নজির সৃষ্টি করল'। বিষয়টিকে 'রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, প্রতিহিংসামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবেও অভিহিত করেছেন দলটির নেতারা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'এটা অন্যায় সিদ্ধান্ত'। তিনি (জিয়াউর রহমান) জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বাধিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এটি অস্বীকার করার উপায় নেই'। আওয়ামী লীগ সরকারই মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই উপাধি দিয়েছে। সুতরাং এই পদক পাওয়ার যোগ্য তিনি। জিয়া বীরউত্তম হলে এই পদক পাওয়া নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।

তিনি আরো বলেন, 'পদকধারীদের বিষয়ে আগামীতেও এ সরকার নতুন নতুন বিতর্ক সৃষ্টি করবে'। এতে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, 'এভাবে কারো সম্মান কেড়ে নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক নয়'। তিনি (জিয়াউর রহমান) জেড ফোর্সের প্রধান ছিলেন, বীর উত্তম উপাধি পেয়েছেন; এগুলো স্বাধীনতা পদক পাওয়ার জন যথেষ্ট নয় কি? এই সিদ্ধান্ত খারাপ নজির সৃষ্টি করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়