কানাইঘাট নিউজ ডেস্ক:
আলেপ্পোতে এক বোমা হামলার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় পাঁচ বছরের
শিশু ওমরান দাকনিশকে। তার রক্তাক্ত হতবাক চেহারার দৃশ্য টিভিতে প্রচার হবার
পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
ওই ফুটেজ দেখার পর নিউ ইয়র্কের ৬ বছরের বালক অ্যালেক্সও অস্থির হয়ে পড়ে। কিছুদিন আগে প্রেসিডেন্টে ওবামার কাছে এক চিঠিতে অ্যালেক্স জানায় সে তার পরিবারে ওমরানকে আশ্রয় দিতে চায়।
চিঠির ভাষা ছিলো এরকম, ‘প্রিয় প্রেসিডেন্ট ওবামা, মনে পড়ে ওই বালক শিশুটিকে যাকে সিরিয়ায় একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল?’
‘আপনি কি তাকে আমাদের বাড়িতে এনে দিতে পারবেন?..আমি বেলুন, ফুল ও পতাকা নিয়ে অপেক্ষা করব। আমি তাকে একটি পরিবার দেব, সে আমাদের ভাই হবে।’
নিউ ইয়র্কে শরণার্থী সমস্যা নিয়ে জাতিসংঘের একটি শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ওবামা অ্যালেক্সের এই চিঠিটির কথা তুলে ধরেন। ‘আমাদের সবাইকে অ্যালেক্স হতে হবে।’
সোশ্যাল মিডিয়াতে অ্যালেক্সের এই চিঠি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফেসবুকে টেক্সাসের একজন মহিলা লিখেছেন, ‘ছয় বছরের একটি শিশুর মধ্যে যে ভালোবাসা এবং মানবতা অধিকাংশ বয়স্ক মানুষের মধ্যে তার অভাব রয়েছে। এই শিশুর মা-বাবাকে অভিনন্দন।’
ওই ফুটেজ দেখার পর নিউ ইয়র্কের ৬ বছরের বালক অ্যালেক্সও অস্থির হয়ে পড়ে। কিছুদিন আগে প্রেসিডেন্টে ওবামার কাছে এক চিঠিতে অ্যালেক্স জানায় সে তার পরিবারে ওমরানকে আশ্রয় দিতে চায়।
চিঠির ভাষা ছিলো এরকম, ‘প্রিয় প্রেসিডেন্ট ওবামা, মনে পড়ে ওই বালক শিশুটিকে যাকে সিরিয়ায় একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল?’
‘আপনি কি তাকে আমাদের বাড়িতে এনে দিতে পারবেন?..আমি বেলুন, ফুল ও পতাকা নিয়ে অপেক্ষা করব। আমি তাকে একটি পরিবার দেব, সে আমাদের ভাই হবে।’
নিউ ইয়র্কে শরণার্থী সমস্যা নিয়ে জাতিসংঘের একটি শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ওবামা অ্যালেক্সের এই চিঠিটির কথা তুলে ধরেন। ‘আমাদের সবাইকে অ্যালেক্স হতে হবে।’
সোশ্যাল মিডিয়াতে অ্যালেক্সের এই চিঠি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফেসবুকে টেক্সাসের একজন মহিলা লিখেছেন, ‘ছয় বছরের একটি শিশুর মধ্যে যে ভালোবাসা এবং মানবতা অধিকাংশ বয়স্ক মানুষের মধ্যে তার অভাব রয়েছে। এই শিশুর মা-বাবাকে অভিনন্দন।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়