Tuesday, September 20

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১৩টি পাসপোর্ট

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১৩টি পাসপোর্ট

কানাইঘাট নিউজ ডেস্ক: আপনার কাছে যদি সুইডেনের ভিসা থাকে, তবে দারুণ ভাগ্যবান আপনি। বিশেষ করে ভ্রমণপিপাসু হলে কোনো ভিসা ছাড়াই ১৫৮টি দেশে উড়াল দিতে পারবেন। একই কারণে ভ্রমণ হয়ে ওঠে অনেক বেশি সাশ্রয়ী এবং সহজ। আবার আছে আফগানিস্তানের পাসপোর্ট যার মাধ্যমে ২৪টি দেশে বিসা ছাড়াই যাওয়া যায়।

পাসপোর্ট ইনডেক্সে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্টের কথা। মূলত পাসপোর্টগুলোর মাধ্যমে কয়টি দেশে ভিসা ক্রয় ছাড়াই যাওয়া যায় তার ওপর ভিত্তি করেই ক্ষমতা দেখা হয়েছে।

আর্টন ক্যাপিটাল ১৯৩টি দেশের পাসপোর্টের ক্ষমতা যাচাই করেছে। ২০১৬ সালের হিসাবে এখানে দেখে নিন বিশ্বের মহা ক্ষমতাধর ১৩টি দেশের পাসপোর্ট।


১. জার্মানি, ১৫৮টি দেশ।



২. সুইডেন, ১৫৮টি দেশ।



৩. ফিনল্যান্ড, ১৫৭টি দেশ।



৪. ফ্রান্স, ১৫৭টি দেশ।



৫. সুইজারল্যান্ড, ১৫৭টি দেশ।



৬. স্পেন, ১৫৭টি দেশ।



৭. ইউনাইটেড কিংডম, ১৫৭টি দেশ।



৮. ডেনমার্ক, ১৫৬টি দেশ


৯. ইতালি, ১৫৬টি দেশ।




১০. নেদারল্যান্ডস, ১৫৬টি দেশ।



১১. বেলজিয়াম, ১৫৬টি দেশ।

১২. দক্ষিণ কোরিয়ার, ১৫৬টি দেশ।

১৩. নরওয়ের পাসপোর্টে যাওয়া যাবে ১৫৬টি দেশে, ভিসা ছাড়াই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়