Wednesday, September 14

২১ লাখ টাকাতেও বিক্রি করলেন না ছাগলটি!

২১ লাখ টাকাতেও বিক্রি করলেন না ছাগলটি!

কানাইঘাট নিউজ ডেস্ক: 'ছাগলে কী না খায়' এ রকমই একটি প্রবাদবাক্য প্রচলিত রয়েছে। এই প্রবাদবাক্যটি যে সত্য এবং মানুষের সাথে তারাও আধুনিক হয়েছে। এই 'আধুনিকতা প্রমাণ' করতে উদ্যোগী হয়েছে ভারতের কানপুরের এক ছাগল। তার  নাম আবার ‘বাদল’।

কানপুরে বাদলের জনপ্রিয়তা তুঙ্গে। মানুষের মতো সুরুত্‍ সুরুত্‍ করে বোতল বোতল ঠাণ্ডা পানীয় পেটে চালান করে দিচ্ছিল সে। তবে জবাই হওয়ার আগে সেটাই ছিল এই স্মার্ট ছাগলের শেষ খাওয়া। পানীয় পান করে কানপুরের সুপার স্টার বাদল।

তার মালিক তাকে চড়া দামে কিনেছে ঈদের সকালে ধর্মীয় রীতি মেনে জবাই করবে বলে। অবশ্য কোরবানির আগে আপেল, ঘি থেকে শুরু করে কিসমিস, ময়দা সবই ছিলো তার শেষ খাবারের তালিকায়। তার এই পানীয় পানের খবর চাউর হওয়ার পরে
তাকে দেখতে হাজার লোক জমা হয়।

শুধু কি দেখা, অনেকে সেলফিও তুলছেন বাদলের সঙ্গে। তা যতই জনপ্রিয় হোক বাদলের কিন্তু আজই শেষ দিন ছিল। এই ঈদের সকালের জন্যই মালিক আকিব বাদলের পিছনে প্রতি মাসে খরচ করেছেন ৩৫ হাজার টাকা।

তার শরীরের গঠন যাতে ঠিক থাকে তারদিকে সর্বক্ষণ নজর ছিলো আকিবের। তাই তিন লাখে কেনা বাদলের ঠাণ্ডা পানীয় খাবার জনপ্রিয়তা ২১ লাখে অনেকে কিনতে চাইলেও আকিব কিন্তু সিদ্ধান্তে স্থির। বাদলকে আজ মরতে হবেই। তিনি কোনমতেই তাকে বিক্রি করবেননা। তবে, আকিবের নজর এড়িয়ে বাদল কিন্তু সেই বেঁচেই রইলো সোশ্যাল মিডিয়া আর সেলফিতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়