Sunday, September 18

রিপোর্টের উপর ভর করছে তামিমের খেলা

 রিপোর্টের উপর ভর করছে তামিমের খেলা

কানাইঘাট নিউজ ডেস্ক: গত মাসে ক্যাচিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সামান্য চিড় ধরা পড়ে ডাক্তারি পরীক্ষায়। এরপর জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পরামর্শে তিন সপ্তাহের বিশ্রামে তামিম ইকবাল।

তবে মাঠে ফেরার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী ছিলেন তামিম। দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন তামিম।

এদিকে অনুশীলনের আগে তামিম ইকবাল আঙুলে স্ক্যান করিয়ে আসেন। এখন শুধু স্ক্যানের রিপোর্ট পাওয়ার অপেক্ষা। তবে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন তামিমের আঙুলে অনেকটা উন্নতি হয়েছে। তামিম চাইলে কিছুদিনের মধ্যেই পুরোদমে ব্যাটিং শুরু করতে পারবে।

দেবাশিস জানান, 'তামিমের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো'। এখন সবকিছু নির্ভর করছে তামিমের উপর। দুই-তিন দিন ব্যাটিংয়ের পর ও যদি বুঝে যে ভালো অবস্থানে আছে তাহলে তো হলই। আমার মনে হয় আফগানিস্তান সিরিজেই সে মাঠে নামতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়