কানাইঘাট নিউজ ডেস্ক:
বর্তমানে বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান। কিন্তু
চোটের কারণে দলে নেই তিনি। আরেক পেস ভরসা তাসকিনও দলে নেই। নিষেধাজ্ঞার
কারণে দলে জায়গা হচ্ছে না তার। সবাই ভেবেছিলো আফগানিস্তানের বিপক্ষে পেস
আক্রমনে দেখা যাবে আল আমিনকে। কিন্তু হতাশ হতে হয়েছে আল আমিনকে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে
জায়গা হয়নি ঝিনাইদহ থেকে উঠে আসা এই পেসারের।
বৃহস্পতিবার ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই দলে রাখা হয়েছে তিন পেসারকে। তাঁরা হলেন- মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পে আমরা দেখেছি আল আমিনের ফিটনেসে বেশ ঘাটতি রয়েছে। এই জায়গায় শফিউল অনেকটাই এগিয়ে। তা ছাড়া নতুন বলে সুইংটা ভলো করাতে পারে শফিউল। এসব বিবেচনায় তাঁকে দলে নেওয়া হয়েছে।’
তা ছাড়া আল আমিনের একটি নেতিবাচক দিক তুলে ধরে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা দেখেছি, আল আমিনের ফিল্ডিংয়ে দক্ষতা খুবই কম। আন্তর্জাতিক ম্যাচে এমন দুর্বলতা খুব একটা কাম্য নয়। অবশ্য প্রথম দুই ম্যাচের দলে না নেওয়া মানেই তাঁকে একেবারেই বাদ দেওয়া হয়েছে তা কিন্তু নয়। সামনে আরো সুযোগ আসবে।’
২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে। এরপর দ্বিতীয় ওয়ানডে ২৮ সেপ্টেম্বর। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ অক্টোবর।
বৃহস্পতিবার ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই দলে রাখা হয়েছে তিন পেসারকে। তাঁরা হলেন- মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পে আমরা দেখেছি আল আমিনের ফিটনেসে বেশ ঘাটতি রয়েছে। এই জায়গায় শফিউল অনেকটাই এগিয়ে। তা ছাড়া নতুন বলে সুইংটা ভলো করাতে পারে শফিউল। এসব বিবেচনায় তাঁকে দলে নেওয়া হয়েছে।’
তা ছাড়া আল আমিনের একটি নেতিবাচক দিক তুলে ধরে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা দেখেছি, আল আমিনের ফিল্ডিংয়ে দক্ষতা খুবই কম। আন্তর্জাতিক ম্যাচে এমন দুর্বলতা খুব একটা কাম্য নয়। অবশ্য প্রথম দুই ম্যাচের দলে না নেওয়া মানেই তাঁকে একেবারেই বাদ দেওয়া হয়েছে তা কিন্তু নয়। সামনে আরো সুযোগ আসবে।’
২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে। এরপর দ্বিতীয় ওয়ানডে ২৮ সেপ্টেম্বর। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ অক্টোবর।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়