Saturday, September 3

ভারতের এক গ্রামের কাছে হারল ব্রাজিল

ভারতের এক গ্রামের কাছে হারল ব্রাজিল
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারত বনাম ব্রাজিলের মধ্যে প্রতিযোগিতা চলছিল। ভারতের হয়ে লড়াই করেছিল উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য অাসাম।

এতদিন বিশ্বের সবথেকে বড় নদী-দ্বীপ হিসেবে স্বীকৃতি ছিল ব্রাজিলের মারাজো নদী-দ্বীপের দখলে। ভারতের অাসামেরই এক ছোট্ট গ্রাম পেল গিনেজ বুক অফ রেকর্ডসের সেই স্বীকৃতি। বিশ্বের সবথেকে বড় নদী-দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে অাসামের মাজুলি গ্রাম।

ব্রহ্মপুত্র নদের উপরে মাজুলি দ্বীপ প্রায় ৮৮০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই নদী-দ্বীপে বাস করে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ। এলাকাটি আগে আরও বড় ছিল। প্রতিবছর বন্যায় মাজুলির অনেক জমি ব্রহ্মপুত্রের পানিতে বিলিন হয়ে যায়।
সূত্র: এবেলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়