নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে উপজেলা মেম্বার এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৫নং বড়চতুল ইউপির ৩নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য আলা উদ্দিনের সভাপতিত্বে ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সদস্য সেলিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় ৯টি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের উপস্থিতিতে উক্ত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন সমিতির সাধারণ সম্পাদক বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, কানাইঘাট উপজেলাকে একটি মডেল ও শান্তির জনপদে পরিণত করতে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সম্মিলিত ভাবে একসাথে কাজ করতে হবে। উপজেলা মেম্বার এসোসিয়েশন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হয়। সরকারের উন্নয়নের পাশাপাশি নিজ এলাকার শান্তি সম্প্রীতি ও আইন শৃঙ্খলার উন্নয়নে ইউপি সদস্যদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। সভা শেষে উপজেলা মেম্বার এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা পরবর্তী বৈঠকে বসে কমিটি গঠন করবেন বলে মেম্বার এসোসিয়েশনের উদ্যোক্তা সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়