Saturday, September 24

অভিবাসীদের ৫ বছরের অস্থায়ী ভিসা দিবে অস্ট্রেলিয়া!

অভিবাসীদের ৫ বছরের অস্থায়ী ভিসা দিবে অস্ট্রেলিয়া!

কানাইঘাট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা পাঁচ বছরের অস্থায়ী আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে অভিবাসী পরিবারের সদস্যদের স্থায়ী ভিসা পাওয়ার প্রত্যাশায় দশক ধরে অপেক্ষার পালার অবসান হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া সরকার একথা নিশ্চিত করেছে।

শনিবার অস্ট্রেলিয়ার বরাত দিয়ে অভিবাসন বিষয়ক সহকারি মন্ত্রী আলেক্স হোয়াক জানান, অনেক অভিবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষার তালিকায় থাকায় হতাশ হয়ে পড়ার প্রেক্ষিতে এ নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়। বর্তমান ভিসা কর্মসূচির ব্যাপারে হতাশার কথা সরকার অবহিত হওয়ার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

বর্তমানে অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা ভিসা কর্মসূচির মাধ্যমে তাদের পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাদেরকে স্থায়ী আবাসিক ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষমান তালিকায় থাকতে হতো। তবে নতুন ভিসা পরিকল্পনার আওতায় অভিবাসীরা তাদের পরিবারের উদ্যোগের ব্যাপারে স্পন্সর করতে পারবে এবং তারা দীর্ঘ সময় অপেক্ষা ছাড়াই পাঁচ বছরের ভিসা পাবে।

এক্ষেত্রে পরিবারের সদস্য বা অভিবাসীদের ভিসার প্রয়োজনীয় ব্যয় বহন করতে হবে।

সরকারের হিসেবে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে বসবাসকারী পরিবার লোকদের সঙ্গে মিলিত হতে দেড় হাজার লোক দেশটিতে যেতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়