Saturday, September 3

কানাইঘাটে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন ! প্রেমিক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: বিয়ের স্বীকৃতির দাবীতে ৪দিন প্রেমিকের বাড়ীতে অবস্থানের পর প্রেমিকা শারমিন বেগম (১৭) কে কানাইঘাট থানা পুলিশ কর্তৃক উদ্ধারের পর প্রেমিক শাহীন আহমদ সহ ৬ জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার বানীগ্রাম ইউপির ঘড়াইগ্রামের দরিদ্র মাসুক আহমদের মেয়ে শারমিন বেগম (১৭) এর সাথে একই বাড়ীর পাখি মিয়ার পুত্র প্রভাবশালী একটি কিন্ডারগার্টেনের শিক্ষক শাহীন আহমদ (২৬) এর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে শাহীন আহমদ তার প্রেমিকার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে শাহীন আহমদ প্রেমিকা শারমিন বেগমকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবীতে প্রেমিকা শারমিন বেগম গত সোমবার প্রেমিক শাহীন আহমদের বসত ঘরে গিয়ে অবস্থান নেয়। এভাবে ৪দিন প্রেমিকের বাড়ীতে অবস্থান নেওয়ার পর প্রেমিক শাহীন আহমদের পরিবারের লোকজন তাকে তাড়িয়ে দেওয়ার জন্য শারীরিক ভাবে নির্যাতন করে। প্রেমিক শাহীন বাড়ী ছেড়ে গাঁ ঢাকা দেয়। অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার কানাইঘাট থানা পুলিশ শারমীন বেগমকে শাহীন আহমদের বাড়ী থেকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে। এঘটনায় প্রেমিক শাহীন আহমদ তার মা সোনাবান বিবি (৪৭), পিতা পাখি মিয়া (৫৫), শাহীনের আত্মীয় মোহাম্মদ মোল্লা (৩৫), ইয়াহিয়া (৩০) ও নিজাম উদ্দিন (৩০) আসামী করে শারমীন বেগমের মা রাবিয়া বেগম (৪৫) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) তৎসহ ৩২৩/৫০৬ ধারায় মামলা রুজু করেন। থানার মামলা নং- ০২, তাং- ০২/০৯/২০১৬ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়