Thursday, September 8

রাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলা চালাতে প্রস্তত তুরস্ক

রাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলা চালাতে প্রস্তত তুরস্ক
কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার রাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলা চালাতে প্রস্তত তুরস্ক। বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ঘোষণা দিয়েছেন।

এরদোয়ান বলেন, চীনে জি-২০ সম্মেলনে আইএসের বিরুদ্ধে যৌথ হামলার ধারণাটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ধরণের পদক্ষেপ নিতে তুরস্কের কোনো সমস্যা নেই।

রাকায় যৌথ অভিযান প্রসঙ্গে এরদোয়ান বলেন, 'রাকার বিষয়ে ওবামা যৌথভাবে কিছু করতে চাচ্ছেন'। আমরা বলেছি, আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের সেনাদের একসঙ্গে আলোচনায় বসা উচিৎ এবং এরপরেই যা প্রয়োজন তা করা যাবে।

উত্থানের পরপর সিরিয়ার রাকাকে নিজেদের রাজধানী বলে ঘোষণা দিয়েছিল আইএস। ধারণা করা হচ্ছে শহরটিতে এখনো আড়াই থেকে পাঁচ লাখ লোককে জিম্মি করে রেখেছে এ জঙ্গি সংগঠন। এই শহরটিতেই আইএসের শীর্ষ নেতারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে বিভিন্ন স্থানে হামলা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

গত মাসে সিরিয়ার অভ্যন্তরে আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া অবশ্য তুরস্কের এ অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়