কানাইঘাট নিউজ ডেস্ক: প্রতি
ইউনিট আইফোন তৈরিতে মূল উৎপাদন খরচ পাঁচ ডলার হিসেবে ধরে আইফোন ৭ তৈরিতে
মোট খরচ হয়েছে ২২৪ দশমিক ৮০ ডলার। আর ৩২ জিবি মডেলের আইফোন ৭ অ্যাপল
খুচরা বিক্রি করছে ৬৪৯ মার্কিন ডলার দামে। অর্থাৎ প্রতি ইউনিট আইফোনে
অ্যাপলের মুনাফা ৪২৪ দশমিক ২ মার্কিন ডলার। বাজার গবেষণা প্রতিষ্ঠান
আইএইচএস মারকিট লিমিটেড এ তথ্য দিয়েছে।
গত বছরে বাজারে আসা আইফোন ৬ এসের চেয়ে আইফোন ৭ তৈরিতে ৩৬ দশমিক ৮৯ মার্কিন ডলার বেশি খরচ করেছে অ্যাপল। একটু বড় ব্যাটারি ও বেশি স্টোরেজের পেছনে এই খরচ হয়েছে।
মঙ্গলবার আইএইচএসের এক প্রতিবেদনে বলা হয়, আইফোন ৭-এর বিল অব মেটারিয়ালস (বিওএম) বা এতে ব্যবহৃত উপাদানের কাঁচামালের আর্থিক হিসাব প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের তৈরি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর কাছাকাছি। তবে স্যামসাংয়ের চেয়ে বেশি লাভ করে অ্যাপল।
আইএইচএসের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্ড্রু র্যাসউইলার বলেন, অন্য সবকিছু সমান হলেও হার্ডওয়্যারে স্যামসাংয়ের চেয়ে বেশি লাভ থাকে অ্যাপলের। তবে উপাদান খরচও আগের চেয়ে বেড়েছে।
উল্লেখ্য, উচ্চ রেজল্যুশনের ক্যামেরা ও ওয়্যারলেস হেডফোন সুবিধার আইফোন ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করে অ্যাপল।
তথ্যসূত্র: টেক রাডার, দ্য নেক্সট ওয়েব
গত বছরে বাজারে আসা আইফোন ৬ এসের চেয়ে আইফোন ৭ তৈরিতে ৩৬ দশমিক ৮৯ মার্কিন ডলার বেশি খরচ করেছে অ্যাপল। একটু বড় ব্যাটারি ও বেশি স্টোরেজের পেছনে এই খরচ হয়েছে।
মঙ্গলবার আইএইচএসের এক প্রতিবেদনে বলা হয়, আইফোন ৭-এর বিল অব মেটারিয়ালস (বিওএম) বা এতে ব্যবহৃত উপাদানের কাঁচামালের আর্থিক হিসাব প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের তৈরি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর কাছাকাছি। তবে স্যামসাংয়ের চেয়ে বেশি লাভ করে অ্যাপল।
আইএইচএসের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্ড্রু র্যাসউইলার বলেন, অন্য সবকিছু সমান হলেও হার্ডওয়্যারে স্যামসাংয়ের চেয়ে বেশি লাভ থাকে অ্যাপলের। তবে উপাদান খরচও আগের চেয়ে বেড়েছে।
উল্লেখ্য, উচ্চ রেজল্যুশনের ক্যামেরা ও ওয়্যারলেস হেডফোন সুবিধার আইফোন ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করে অ্যাপল।
তথ্যসূত্র: টেক রাডার, দ্য নেক্সট ওয়েব
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়