কানাইঘাট নিউজ ডেস্ক: নোভা এবং নোভা প্লাস মডেলের নতুন দুটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
এই স্মার্টফোনগুলো বাজারে ছাড়ার মধ্য দিয়ে মিডরেঞ্জে ফিরে আসল প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরের শেষের দিকেই স্মার্টফোন দুটি পাওয়া যাবে। এর মধ্যে নোভার দাম ৩৯৯ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ হাজার ৭৩১ টাকা। আর নোভা প্লাসের দাম ৪২৯ ইউরো। যা বাংলাদেশি টাকায়
প্রায় ৩৭ হাজার ৩২৩ টাকা।
নোভার ফিচারে রয়েছে ৫ ইঞ্চি ১০৮০ পি ডিসপ্লে, অক্টা-কোর ২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ চিপ। ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের এই ফোনে ছবি তোলার জন্য আছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের ব্যাকআপের জন্য আছে ৩,০২০ এমএএইচ ব্যাটারি।
হুয়াওয়ের দাবি, এই ব্যাটারি দিয়ে দুইদিন টানা চালানো যাবে ফোনটি।
সুত্র: এনগ্যাজে
এই স্মার্টফোনগুলো বাজারে ছাড়ার মধ্য দিয়ে মিডরেঞ্জে ফিরে আসল প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরের শেষের দিকেই স্মার্টফোন দুটি পাওয়া যাবে। এর মধ্যে নোভার দাম ৩৯৯ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ হাজার ৭৩১ টাকা। আর নোভা প্লাসের দাম ৪২৯ ইউরো। যা বাংলাদেশি টাকায়
প্রায় ৩৭ হাজার ৩২৩ টাকা।
নোভার ফিচারে রয়েছে ৫ ইঞ্চি ১০৮০ পি ডিসপ্লে, অক্টা-কোর ২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ চিপ। ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের এই ফোনে ছবি তোলার জন্য আছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের ব্যাকআপের জন্য আছে ৩,০২০ এমএএইচ ব্যাটারি।
হুয়াওয়ের দাবি, এই ব্যাটারি দিয়ে দুইদিন টানা চালানো যাবে ফোনটি।
সুত্র: এনগ্যাজে
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়