কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্লান্তিকে দূরে রাখতে অথবা ঘুম তাড়াতে চায়ের বিকল্প নেই। কম বেশি সবাই চা
পান করতে পছন্দ করেন। দুধ চা, রং চা, মশলা চা নানা ধরনের চা পাওয়া যায়।
কাশ্মীরি চা নামক এক ধরনের চা আছে যা বেশ জনপ্রিয় এবং প্রচলিত। আজ আপনাদের
সেই কাশ্মীরি চায়ের রেসিপিটি জানিয়ে দেব।
উপকরণ
২ কাপ পানি
২ চা চামচ গ্রিন টি
২ চিমটি বেকিং সোডা
২ চিমটি লবণ
১ চিমটি জায়ফল গুঁড়ো
১ চিমটি জয়ত্রী গুঁড়ো
৪টি এলাচ
২টি লবঙ্গ
২ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
২ টেবিল চামচ কাঠাবাদাম কুচি
চিনি পরিমাণমতো
২.৫ কাপ ফুল ফ্যাট দুধ
১.৫ কাপ বরফ ঠাণ্ডা পানি
প্রণালি
একটি পাত্রে উচ্চতাপে পানি জ্বাল দিন। পানি বলক আসলে এতে দুই চা চামচ গ্রিন টি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট জ্বাল দিন। এরপর এর সাথে বেকিং সোডা (গোলাপী রং হওয়ার জন্য), লবণ, এলাচ এবং লবঙ্গ দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করুন। এর সাথে ঠাণ্ডা পানি মেশান এবং ৩-৪ মিনিট এটি নাড়ুন। তারপর চুলা জ্বালিয়ে এতে জায়ফলের গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, পেস্তা বাদাম, কাঠবাদাম, দুধ দিয়ে জ্বাল দিতে থাকুন। গোলাপি রং হয়ে আসলে এতে চিনি দিন এবং ৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কাশ্মীরি চা। পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
উপকরণ
২ কাপ পানি
২ চা চামচ গ্রিন টি
২ চিমটি বেকিং সোডা
২ চিমটি লবণ
১ চিমটি জায়ফল গুঁড়ো
১ চিমটি জয়ত্রী গুঁড়ো
৪টি এলাচ
২টি লবঙ্গ
২ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
২ টেবিল চামচ কাঠাবাদাম কুচি
চিনি পরিমাণমতো
২.৫ কাপ ফুল ফ্যাট দুধ
১.৫ কাপ বরফ ঠাণ্ডা পানি
প্রণালি
একটি পাত্রে উচ্চতাপে পানি জ্বাল দিন। পানি বলক আসলে এতে দুই চা চামচ গ্রিন টি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট জ্বাল দিন। এরপর এর সাথে বেকিং সোডা (গোলাপী রং হওয়ার জন্য), লবণ, এলাচ এবং লবঙ্গ দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করুন। এর সাথে ঠাণ্ডা পানি মেশান এবং ৩-৪ মিনিট এটি নাড়ুন। তারপর চুলা জ্বালিয়ে এতে জায়ফলের গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, পেস্তা বাদাম, কাঠবাদাম, দুধ দিয়ে জ্বাল দিতে থাকুন। গোলাপি রং হয়ে আসলে এতে চিনি দিন এবং ৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কাশ্মীরি চা। পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়