Sunday, September 4

এখনো উন্নতি করছেন রোনালদো

এখনো উন্নতি করছেন রোনালদো

কানাইঘাট নিউজ ডেস্ক: মাঠে ফেরার লক্ষ্যে এখনও উন্নতি করছেন বলে জানিয়েছেন চোট থেকে সেরে ওঠা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ফ্রান্সের বিপক্ষে গত ১০ জুলাই ১-০ গোলে জেতা ইউরোর ফাইনাল খেলার সময় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর কোনো ম্যাচ খেলেননি পর্তুগালের অধিনায়ক।

রিয়ালের হয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ৩১ বছর বয়সী রোনালদো। স্পেনের সফলততম ক্লাবটির সমর্থকদের আশ্বস্ত করতে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে তার পাশে রোনালদো লেখেন, “আমার কাজের জন্য খুশি, এখনও উন্নতি করছি।”

রোনালদোকে ছাড়া এ মৌসুমের লা লিগায় দুটি ম্যাচ খেলেছে রিয়াল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে অভিযান শুরু করা রিয়াল পরের ম্যাচে সেল্তা ভিগোকে হারায় ২-১ ব্যবধানে। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগে রিয়ালের পরের ম্যাচটি আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়