Sunday, September 25

কানাডা সফরে ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও কেট

কানাডা সফরে ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও কেট
সংবাদ সংস্থা: ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট আটদিনের এক সফরে শনিবার ব্রিটিশ কলম্বিয়ায় পৌঁছেছেন। সেখানে এ সফর চলাকালে তারা বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থান পরিদর্শন এবং শরণার্থী ও আদিবাসী আমেরিকানদের সঙ্গে সাক্ষাত করবেন।

স্থানীয় সময় বিকেল চারটার দিকে (গ্রিনিচ মান সময় ২৩০০ টা) উইলিয়াম ও কেট তাদের বিমান থেকে অবতরণ করেন । এসময় উইলিয়াম তার পুত্র জর্জকে ধরেছিলেন এবং কেটের বাহুতে তার কন্যা শার্লট ছিল।

তিন বছর বয়সী জর্জ এবং তার এক বছর বয়সী বোন ঝলমলে ভিক্টোরিয়া আমলের নিবাসে যাওয়ার জন্য তাদের বাবা-মা’র সঙ্গে একটি গাড়িতে ওঠে। এ সফরকালে তারা সেখানেই অবস্থান করবে। এসময় প্রটোকলের চেয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে বেশী নজর ছিল জর্জের। এছাড়া তার বোনের এটি ছিল প্রথম বিদেশ সফর।

ভানকুভার দ্বীপে কানাডার সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আইনপরিষদের সামনের লনে নীল আকাশের নীচে সামরিক অভিবাদন জানানোর মধ্যদিয়ে এ রাজপরিবারকে গ্রহণ হয় এবং এসময় আকাশের দিকে ২১ বার তোপধ্বনি করা হয়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, রাজপরিবারের জন্য এই সফর হবে একেবারে ভিন্নধর্মী। কেননা, তারা এখন দুই সন্তানের জনক। উল্লেখ্য, পাঁচ বছর আগে তারা সর্বশেষ কানাডা সফরে গিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়