Tuesday, September 27

শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
কানাইঘাট নিউজ ডেস্ক: আজ বিকেলে ইউনাইটেড হাসপাতালের আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দেশবরেণ্য এই লেখকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কবির মৃত্যুর পর শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।

ফুসফুসের জটিলায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে।

লন্ডনের রয়্যাল মার্সেডন হাসপাতালে চার মাস চিকিৎসার পর গত পহেলা আগস্ট দেশে ফেরেন ৮০ পেরোনো এই লেখক। দেশে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এরপর সোমবার কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় এই লেখককে। মঙ্গলবার ভোর ৪টার দিকে তার শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিলে কৃত্রিম উপায়ে (ভেন্টিলেশনে) তার শ্বাস-প্রশ্বাস দেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়