Wednesday, September 7

এবার ঈদের নাটকে আজমেরী হক বাঁধন

এবার ঈদের নাটকে আজমেরী হক বাঁধন

কানাইঘাট নিউজ ডেস্ক: লাক্সতারকা আজমেরী হক বাঁধন এবার ঈদ উপলক্ষে একাধিক নাটকের শুটিং করছেন। সেই সাথে ধারাবাহিকেও নিয়মিত কাজ করেছেন। বাঁধন এখন ‘তীরন্দাজ’, ‘ডিবি’, ‘মেঘের পরে মেঘ’, ‘নীল নির্বাসন’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘রূপকথার মা’, ‘আমি তুমি সে’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ করছেন।

এছাড়াও বাঁধন ‘দাদার দেশের জামাই’ নাটকের শুটিং সম্পন্ন করে সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরেছেন। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এছাড়া শামীম জামানের ‘চুটকি ঘর’ সিরিয়ালে ছয় পর্বের মধ্যে তিন পর্বেই তাকে দেখা যাবে। আর সে সঙ্গে ঈদের একাধিক নাটকের কাজ করেছেন।

ঈদের নাটকের প্রসঙ্গে বাঁধন বলেন, আশা তো সবসময়ই করি, দর্শক যেন পর্দার সামনে বসে নিরাশ না হন। তবে এবারের অবস্থা আগের চেয়ে আরো ভালো মনে হচ্ছে। সম্প্রতি আমার অভিনীত নাটকের গল্পগুলোর ওপর বেশ জোর দেয়া হয়েছে। প্রতিটি নাটকে ভিন্নতা রেখে নির্মাতারা কাজ করছেন। আশা করছি, ঈদে ভালো কিছুই দর্শক পর্দায় দেখতে পাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়