Thursday, September 8

হজ পালনে জেদ্দায় পৌঁছেছেন খালেদা জিয়া

হজ পালনে জেদ্দায় পৌঁছেছেন খালেদা জিয়া
কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি বাদশার অতিথি হিসেবে পবিত্র হজ পালনে দেশটিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান রয়েল প্রটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক আজাদ চয়ন, সদস্য সচিব মনিরুজ্জামান তপন, কেফায়ত উল্লাহ কিসমত ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টায় জেদ্দার আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি ও সন্তানেরা।

আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বাংলাদেশে এবং তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়