Thursday, September 1

'একটা সময় ওয়ানডের টার্গেট থাকবে ৪৫০ থেকে ৪৭০'

'একটা সময় ওয়ানডের টার্গেট থাকবে ৪৫০ থেকে ৪৭০'

কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি ওয়ানডেতে শ্রীলংকার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৪৪ রান করে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে ইংলিশরা। এরআগে ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা ৯ উইকেটে করেছিল ৪৪৩ রান।

দলীয় সংগ্রহের এসব রেকর্ড সম্পর্কে ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিং বলেন, টি-টোয়েন্টি  ফরম্যাটের মারমুখী মনোভাব ব্যাটসম্যানরা ওয়ানডেতেও ধরে রাখছেন। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই ৫০ ওভারের ম্যাচে ব্যাটসম্যানদের টার্গেট থাকবে ৪৫০ থেকে ৪৭০ রান। দ্বিতীয় ইনিংসে নামা দলের ব্যাটসম্যানদেরও টার্গেট থাকবে তা চেজ করে ম্যাচ জেতার।

যুবরাজ আরো বলেন, 'ওয়ানডেতে নির্দিষ্ট সীমানায় ফিল্ডারদের রাখায় বোলারদের জন্য বল করা কঠিন হয়ে পড়ছে'। দক্ষ বোলাররাও ফিল্ডার সাজানোর নিয়ম ও নতুন বলের নিয়মের জালে আটকা পড়ছে। ইংল্যান্ডের ম্যাচে দেখা গেছে নতুন বলের ডেলিভারিগুলো খুব সহজেই ব্যাটসম্যানদের ব্যাটে আসছে।

সরাসরি শট নেওয়ায় বল পুরোনো হয়ে যাচ্ছে আর বোলাররা তাদের সুইংগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারছিল না। এই নিয়মে আগামীতে বিগ স্কোরিংয়ের ম্যাচ ঘটতেই থাকবে।

এর আগে ওয়ানডেতে ১৭ বার ৪০০ রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। সর্বোচ্চ ছয়বার ৪০০ রানের ইনিংস খেলেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচবার ভারত। শ্রীলঙ্কা দুইবার, অস্ট্রেলিয়া দুইবার দলীয় ৪০০ রানের কোটা পার করেছিল। ইংলিশদের এই ইনিংস শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো দুইবারে। একবার দলীয় ৪০০ রান করেছিল নিউজিল্যান্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়