নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, শীঘ্রই শাহজালাল ও শাহপরানের পূণ্যভ‚মি সিলেটকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী ও অভিশাপ উলেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বাল্য বিবাহের কারনে সমাজ বিকাশিত হয় না। নারী তার সকল অধিকার থেকে বঞ্চিত হয়। বাল্য বিবাহের কারণে মাতৃ ও শিশু মৃত্যু ও নারী নির্যাতন ঘটনা বেড়ে ও পরিবারে অশান্তি নেমে আসে। দেশ ও জাতি সম্ভাবনাময় সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, শিক্ষার হারও কমে যায়, সমাজ কলুশিত হয় শিশুরা সঠিক ভাবে বেড়ে উঠে না।
বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উলেখ করে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্য বিবাহ বন্ধের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষাদীক্ষায় ও স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নিতে চান। সুস্থ জাতি গঠনে তাঁর এ মহান উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শাহী ঈদগাহ প্রাঙ্গনে আয়োজিত কানাইঘাট উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. হান্নান, কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
বক্তব্য রাখেন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নিকাহ রেজিষ্ট্রার কাজী মাও. আব্দুশ শাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জার উলাহ প্রমুখ।
প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আলেম উলামা, এনজিও কর্মী স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিক ভাবে কানাইঘাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করে আরো বলেন, বাল্য বিবাহ বন্ধে বিশেষ করে জনপ্রতিনিধি নিকাহ রেজিষ্ট্রার ও শিক্ষক ও আলিম উলামাদের গুরুত্ভপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। এখন থেকে কানাইঘাটের আর কোথাও বাল্য বিবাহ করতে দেওয়া হবে না। কেউ বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এর ব্যাপ্তয় ঘটবে না।
অনুষ্ঠান শেষে বাল্য বিবাহ বন্ধে তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করান।
পরে তিনি উপজেলা চত্ত¡রে কানাইঘাটকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করে ফলক উন্মোচন করে আকাশে বেলুন উড্ডয়ন করেন। এছাড়া বিভাগীয় কমিশনার কানাইঘাটের সার্বিক উন্নয়ন ও প্রশাসনের প্রদত্ত সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে সবাইকে আশ^স্থ করেন।
অনুষ্ঠানের শুরতে বিভাগীয় কমিশনার ও অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশন, সানরাইজ ও অরণ্য বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়