কানাইঘাট নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক রাষ্ট্র
ব্যবস্থার অংশ নয়।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যাঘলয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেয়ার লক্ষ্যে সম্পাদকমণ্ডলীর এই সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া যে রাজনৈতিক কৌশল নিয়েছেন তা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়।’ এর কারণ উল্লেখ করে আশরাফ বলেন, ‘ষড়যন্ত্র করা, কূটচাল করা, জঙ্গিদের লেলিয়ে দেওয়া- এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ হতে পারেনা। আশা করি তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে এবং গণতন্ত্রকে আরো এগিয়ে নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে।’
বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘এগুলো সংবিধানের অংশ। পার্লামেন্টরি ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টারের যে কোন সময় পার্লামেন্ট ডিসলভ করার অধিকার আছে। এ জন্য রাষ্ট্রপতির অনুমতি নেওয়ার দরকার নেই। আদালতেরও সমস্যা নাই। প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে কবে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তিনি রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবেন পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য। এরপর সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ ব্যাপারে আমাদের সংবিধানেই লেখা আছে।’
জঙ্গি নির্মূলের নামে সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বিএনপির এমন অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘যাদেরকে ধরা হচ্ছে তারা হচ্ছে জঙ্গি। এখন যদি দুই চার জন জঙ্গি বিএনপিতে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতেই পারে।’
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যাঘলয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেয়ার লক্ষ্যে সম্পাদকমণ্ডলীর এই সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া যে রাজনৈতিক কৌশল নিয়েছেন তা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়।’ এর কারণ উল্লেখ করে আশরাফ বলেন, ‘ষড়যন্ত্র করা, কূটচাল করা, জঙ্গিদের লেলিয়ে দেওয়া- এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ হতে পারেনা। আশা করি তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে এবং গণতন্ত্রকে আরো এগিয়ে নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে।’
বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘এগুলো সংবিধানের অংশ। পার্লামেন্টরি ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টারের যে কোন সময় পার্লামেন্ট ডিসলভ করার অধিকার আছে। এ জন্য রাষ্ট্রপতির অনুমতি নেওয়ার দরকার নেই। আদালতেরও সমস্যা নাই। প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে কবে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তিনি রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবেন পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য। এরপর সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ ব্যাপারে আমাদের সংবিধানেই লেখা আছে।’
জঙ্গি নির্মূলের নামে সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বিএনপির এমন অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘যাদেরকে ধরা হচ্ছে তারা হচ্ছে জঙ্গি। এখন যদি দুই চার জন জঙ্গি বিএনপিতে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতেই পারে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়