Tuesday, September 20

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাসে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাসে জরিমানা

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ঈদ-উল আযহার অষ্টম দিনেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২টি বাস থামিয়ে কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শরীয়তপুর জেলা প্রশাসনের নিকট যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল পৌঁনে ৪টায় পালং উত্তর বাজার আনসার ভিডিপি কার্যালয়ের সামনে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় যাত্রিবাহী বাস উর্মি পরিবহন (ঢাকা মেট্রো-জ) ও আগমন পরিবহন থামিয়ে চালক ও পরিচালকের নিকট নির্ধারিত ভাড়া জানতে চাওয়া হয়। আর যাত্রিদের কাছ থেকে আদায়কৃত ভাড়া নির্ধারিত ভাড়ার চাইতে বেশি হওয়ায় উভয় বাসের কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার রায়। সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন প্রসিকিউশন প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জিল্লুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়