Monday, September 5

আগামীকাল শিল্পকলায় মামুন শ্রাবণের ‘মাটির পাখি’

আগামীকাল শিল্পকলায় মামুন শ্রাবণের ‘মাটির পাখি’
কানাইঘাট নিউজ ডেস্ক: ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত 'নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-১৭'তে প্রদর্শিত হতে যাচ্ছে 'মাটির পাখি' শিরোনামের স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন তরুন নির্মতা মামুন শ্রাবণ।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই উৎসবের উদ্বোধন করা হবে। নতুন নির্মাতাদের ছবি নিয়ে নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে জুলাই ও আগস্ট মাসের নির্বাচিত ছবিগুলো দেখানো হবে এ উৎসবে।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবে আরো চারটি ছবি প্রদর্শিত হবে। জুলাই-আগস্ট মাসে জমা হওয়া ২৬টি সিনেমা থেকে প্রদর্শনের জন্য মোট পাঁচটি ছবি বাছাই করেছেন বিচারকরা। এগুলোর মধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্যচিত্র।

ছবিগুলো হচ্ছে রহমান লেলিনের 'মন ফড়িং', সেজান মাহমুদ সিদ্দিকীর 'পারনিসিয়াস', আসিফ উজ্জামানের 'পারসিভয়্যার' ও মামুন শ্রাবণের 'মাটির পাখি'। এ ছাড়া আছে দেবাশীষ দাসের প্রামাণ্যচিত্র 'অর্কেস্ট্রা অব বিয়িং'। উৎসবের সহআয়োজক ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, গত বছর এই উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশের ১৯৫ জন চলচ্চিত্রকার। যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি।

'মাটির পাখি' ছবি বানানোর প্রেক্ষাপট বলতে গিয়ে তরুণ নির্মাতা মামুন শ্রাবণ বলেন, দুই বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোরে ক্রিশ্চিয়ান মিশনারি মেডিকেল কলেজ হাসপাতালে আমার সাত বছর বয়সী ভাগ্নে সায়ান অকালে মারা যায়। পাঁচ বছর বয়সে সায়ানের ইভিং সারকোমা ক্যানসার ধরা পড়ে। তারপর টানা দুই বছর ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ভারতের বিভিন্ন হাসপাতালে সায়ানের চিকিৎসা চলে। শেষ পর্যন্ত আমরা সায়ানকে বাঁচাতে পারিনি।

আমাদের সায়ানের অব্যক্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই 'মাটির পাখি' বানানো। অকাল প্রয়াত সায়ান যেমন নির্বাক, মাটির পাখিও এখানে নির্বাক। কিন্তু মহাকালের সঙ্গে সায়ানসহ আমাদের সবার যেন একটা অদৃশ্য সংযোগ আছে। 'মাটির পাখি'র ভেতরে আমি হারানো সায়ানকে বারবার খুঁজতে চেষ্টা করেছি। যে কারণে আমি আমার প্রথম ছবি 'মাটির পাখি' অকাল প্রয়াত ইসমাইল হোসেন সায়ানকে ডেডিকেট করেছি।

'মাটির পাখি' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনা দিয়েছেন স্ট্যামফোর্ট ইউনিভার্সিটি থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ায় গ্রাজুয়েশন করা তরুণ চলচ্চিত্র নির্মাতা মামুন শ্রাবণ। এটি মামুনের প্রথম ছবি। 'মাটির পাখি'তে সিনেমাটোগ্রাফার ছিলেন বাপ্পী, সম্পাদনা করেছেন বায়েজিদ প্রিন্স ও শওকত আলী রানা, ইংরেজি সাব-টাইটেল করেছেন রেজা ঘটক, শিল্প নির্দেশনায় ছিলেন ইকতারুল ইসলাম, স্টিল ক্যামেরায় ছিলেন সাজ্জাদ ও বিপ্লব, টাইটেল ও সংগীত নির্দেশনায় ছিলেন শওকত আলী রানা, গানের কথা ও সুর করেছেন শাজাহান সম্রাট, গানে কণ্ঠ দিয়েছেন রওনক রিপন ও রাফা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়