Friday, September 23

কাঁধ থেকে বিরাট এক বোঝা নেমে গেলো : তাসকিন

কাঁধ থেকে বিরাট এক বোঝা নেমে গেলো : তাসকিন

কানাইঘাট নিউজ ডেস্ক: টানা আট মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে আইসিসি অনুমোধিত ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি। বোলিং অ্যাকশন বৈধ এটা শোনার পর যেন তাসকিনের কাঁধের ওপর থেকে বিশাল একটি বোঝা নেমে গেলো।

তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সু সংবাদটিই পেলাম। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর থেকেই যেন কাঁধের ওপর বিরাট এক বোঝা বসে ছিল। কী হবে না হবে তা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অ্যাকশন পরীক্ষা দিয়ে আসার পর চিন্তা আরও বেড়ে যায়। আবার অিরতে পারবো কি পারবো না- তা নিয়ে। টেনশন কাজ করছিল, এবারের পরীক্ষায় হবে কি না- এটা নিয়েও। তবে এখন আমার বিশ্বাস, অ্যাকশন নিয়ে গত কিছুদিন ধরে যে কঠোর কঠোর পরিশ্রম করে গেছি, এখন তার ফল পেলাম।’ 


এ বিষয়ে সানিও বলেন, ‘খুব টেনশনে ছিলাম। কী হয় না হয়- এ চিন্তায় ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল। অবশেষে সুসংবাদটা শোনার পর মনে হচ্ছে কাঁধের ওপর থেকে বিশাল একটি পাথর নেমে গেলো।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়